ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

দেড় যুগ পর যুবলীগের তিন সদস্যের কমিটি

দেড় যুগ পর যুবলীগের তিন সদস্যের কমিটি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ | ০০:৫২

কিশোরগঞ্জের বাজিতপুরে দেড় যুগ পর যুবলীগের তিন সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন আগের কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন, সহসভাপতি হয়েছেন আগের কমিটির প্রচার সম্পাদক এইচএম মুক্তাদির নিজাম ও সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রলীগ বাজিতপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি শফিকুল ইসলাম।

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম রসুল দৌলতের সভাপতিত্বে ১৭ ডিসেম্বর কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের মতামত নিয়ে জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল এবং দুই যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল ও একেএম রুহুল আমিন খানের যৌথ স্বাক্ষরে বৃহস্পতিবার এ কমিটি ঘোষণা করা হয়।

আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন সভাপতি কবির হোসেন জানান, এর আগে সর্বশেষ ২০০৫ সালের জানুয়ারিতে উপজেলা যুবলীগের কমিটি গঠিত হয়েছিল।

whatsapp follow image

আরও পড়ুন

×