ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

উচ্ছেদ অভিযানে গেলেন ম্যাজিস্ট্রেট, শুয়ে পড়লেন ‘দখলদার’

উচ্ছেদ অভিযানে গেলেন ম্যাজিস্ট্রেট, শুয়ে পড়লেন ‘দখলদার’

মারুফ রেজা ও তাঁর লোকজন জড়ো হয়ে ঘরের সামনে শুয়ে পড়েন- সমকাল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২ | ০৯:১৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ | ০৯:১৬

বরগুনার বেতাগীতে 'সরকারি জায়গায়' উচ্ছেদ অভিযানে এসে ফিরে গেলে গেছেন ম্যাজিস্ট্রেট। শনিবার দুপুরে পৌর শহরে এ ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি শান্ত হয়। এক সপ্তাহ ধরে উপজেলা প্রশাসন ও মালিকানা দাবিকারী ব্যক্তির এ নিয়ে দ্বন্দ্ব চললেও বিষয়টির সুরাহা হয়নি।

জানা গেছে, পৌর শহরে ইউনিয়ন ভূমি অফিসের সীমানার মধ্যে দেয়াল নির্মাণ করা হয়েছে। সেই সীমানার মধ্যে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কে এম মারুফ রেজা রেকর্ড সূত্রে দুই শতাংশ জমির মালিকানা দাবি করে ঘর নির্মাণ করছেন। উপজেলা প্রশাসনের দাবি, জমিটির মালিক তিনি নন। তাঁর জমি অন্য জায়গায়। সে কারণে ইউনিয়ন ভূমি অফিস ঘর অপসারণ করতে বলেছে।

শনিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান ঘর উচ্ছেদ অভিযান চালাতে যান। খবর পেয়ে মারুফ রেজা ও তাঁর লোকজন জড়ো হয়ে ঘরের সামনে শুয়ে পড়েন। পরে অভিযান বন্ধ করে ম্যাজিস্ট্রেট চলে যান। মাহফুজুর রহমান জানান, ইউএনও তাঁকে সময় দেওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে।

কে এম মারুফ রেজা বলেন, জমির রেকর্ডীয় মালিকের কাছ থেকে তিনি কিনেছেন। কাগজপত্র দেখানো সত্ত্বেও ইউনিয়ন ভূমি জমিটি খাস খতিয়ানে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। এভাবে হয়রানি করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, সরকারি জায়গা কারও দখলে নেওয়ার বা উত্তেজিত হওয়ার অবকাশ নেই। ঘর নির্মাণে বাধা ও বারবার নিষেধ করা সত্ত্বেও কিছুই মানছেন না মারুফ রেজা। বাধ্য হয়ে উচ্ছেদ অভিযানে যেতে হয়েছে। তবুও মানবিক কারণে এক দিনের সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×