সারাদিন সূর্যের দেখা মেলেনি মৌলভীবাজারে, শীতে কাবু মানুষ

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের একটি চা-বাগানের পাশের রাস্তা থেকে তোলা ছবি- সমকাল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২ | ০৬:১৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ | ০৬:১৪
মৌলভীবাজারের প্রকৃতি মেঘলাভাব ও কুয়াশায় আচ্ছাদিত। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের দেখা মেলেনি। ফলে হাড় কাঁপানো শীতে কম্পমান জেলার প্রত্যন্ত জনপদ। এতে ভরা বোরো মৌসুমে তীব্র শীতে কাবু মানুষ হাওরে কাজে নামতে পারেনি অনেকে। এ দিকে সাগরে নিম্নচাপের প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় হালকা মাত্রায় এক পসলা বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে বলে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, সোমবার শ্রীমঙ্গল এলাকায় ১১. ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও মঙ্গলবার সকালে ১৫.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কিন্তু সাগরে নিম্নচাপের কারণে মেঘলা আকাশ থাকায় সকাল থেকে রোদের দেখা মেলেনি। ফলে রোদ না থাকায় সকাল থেকেই সন্ধ্যার পূর্বাবস্থা বিরাজ করছে প্রকৃতিজুড়ে।
এ দিকে রোদ না থাকার সঙ্গে মৃদু বাতাস বইতে থাকায় নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না। প্রকৃতির বৈরী আবহাওয়ার কারণে বিশেষ করে ভরা বোরো মৌসুমের সময়ে হাওরবেষ্টিত মৌলভীবাজার জেলার হাকালুকি, হাইল হাওর, কাউয়াদীঘি, বড়হাওরসহ বিভিন্ন হাওরে কৃষি শ্রমিকরা কাজে নামতে পারেনি।
রাজনগরের কাউয়াদীঘি হাওরপাড়ের আমিরপুর গ্রামের মৌলভী অলিদ মিয়া সমকালকে জানান, গত কয়েকদিন ধরে শীত বেড়ে যাওয়ায় অতিরিক্ত মজুরি দিয়েও ক্ষেতে খামারে কাজের জন্য শ্রমিক মিলছে না। বোরো চাষে সাময়িক বিঘ্ন ঘটছে।
মৌলভীবাজার সদর উপজেলার বোরো চাষী দুদু মিয়া বলেন, ‘গত পরশু থাকি হাঁড় কাাঁপানো শীতে জবুতবু, তাই জমিতে রোহাত (চারা রোপণে) যাইতাম পাররাম না।’
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক মো. আনিসুর রহমান বলেন, সাগরে নিম্নচাপের প্রভাবে মেঘলাভাবের সঙ্গে কুয়াশার কারণে মৌলভীবাজারের প্রকৃতি সূর্যের দেখা পায়নি। এতে তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি তাপমাত্রা থাকলেও রোদ না থাকায় শীত অনুভূত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- বিষয় :
- মৌলভীবাজার
- বৃষ্টিপাত
- শীত
- শীতের তীব্রতা
- শীতে কাবু