ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ঘন কুয়াশা

পাটুরিয়া-দৌলতদিয়ায় মধ্য রাত থেকে ফেরি বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়ায় মধ্য রাত থেকে ফেরি বন্ধ

ছবি: সমকাল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ০২:২৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ০২:২৯

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

পারাপারের জন্য ঘাট এলাকায় বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া ঘাট থেকে নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা পারাপারের জন্য অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে শুক্রবার রাত ১টার দিকে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ দুই নৌ-রুটে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।

ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী রাজবাড়ী পরিবহনের চালক জসিম হোসেন বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গাবতলী থেকে বাস ছেড়ে শুক্রবার রাত সোয়া ১টার দিকে পাটুরিয়া ঘাটে এসে ঘন কুয়াশার কারণে আটকা পড়েছি।’ 

বাসটির যাত্রী বারেক শেখ বলেন, ‘ফেরি বন্ধ, রাত সোয়া ১টা থেকে ঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় আছি। তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

আরিচা কার্যালয় বিআইডব্লিউটিসির এজিএম আব্দুল সালাম রহমান সমকালকে বলেন, ‘শুক্রবার রাত ১টা থেকে ঘন কুয়াশায় নৌ-পথ দেখা না গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমতে থাকলে এ দুই নৌ-রুটে ফেরি চলাচল শুরু হবে।’

আরও পড়ুন

×