ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

আ'লীগকে জনগণ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: কাদের

আ'লীগকে জনগণ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে সংবর্ধনা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ০৯:১১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ১২:৩১

আ'লীগকে জনগণ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ফেনী মহিলা ক্যাডেট কলেজের সামনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নতুনভাবে দলের সাধারণ সম্পাদক হওয়ায় ওবায়দুল কাদেরকে ওই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আ'লীগকে গণতন্ত্র ও ভোটাধিকার শিখাতে আসবেন না। বিএনপিকে ইঙ্গিত করে কাদের বলেন, আপনারা প্রায় দেড় কোটি ভুয়া ভোটার করেছেন। দেশকে পিছিয়ে দিয়েছেন। শেখ হাসিনা সরকার বিশ্বকে তাক লাগিয়ে পদ্মা সেতু,মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ বড় বড় কাজ করে ঘরে ঘরে সুফল পৌঁছে দিয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারপ্রধান শেখ হাসিনা বাংলাদেশে যে কাজ করেছে কেয়ামত পর্যন্ত এদেশের জনগণ সেই সুফল ভোগ করবে।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আপনাদের মুখে বড় বড় কথা মানায় না। জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে দ্বাদশ সংসদ নির্বাচনে।

অনুষ্ঠানে ফেনী সদর আসনের এমপি ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের চেয়ারম্যান,সদস্যরা,জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান,ফেনী সদর উপজেলা চেয়ারম্যান বাবু শুশেন চন্দ্র শীল,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফাসহ ফেনীর ৬ উপজেলার চেয়ারম্যান,ফেনী জেলা আ'লীগের সভাপতি- সম্পাদক,৬ পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার ছাড়াও দলের সর্বস্তরের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×