ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সমাজকল্যাণ ছিন্নমূল সংস্থার শীতবস্ত্র বিতরণ

সমাজকল্যাণ ছিন্নমূল সংস্থার শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৩:৩৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৩:৩৯

ফরিদপুরের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান সমাজকল্যাণ ছিন্নমূল সংস্থার উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে সংস্থাটির ফরিদপুর সদর উপজেলার পূর্ব গঙ্গাবর্দীতে প্রধান কার্যালয়ে ৫০ জন সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 

সমাজকল্যাণ ছিন্নমূল সংস্থার কার্যকরী পরিষদের সভাপতি বিবেকানন্দ বসুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আলাউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক পংকজ বিশ্বাস, কোষাধ্যক্ষ গোলক চন্দ্র গুহ, সদস্য অভিজিৎ রায় প্রমুখ।

পংকজ মন্ডল বলেন, প্রতি বছরের মতো এবারও হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। 

এর আগে সংস্থাটি অসহায় দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে।

আরও পড়ুন

×