ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম। ছবি- সংগৃহীত।

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৬:৩৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৬:৩৬

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নগরের বন্দর থানার ৩ নম্বর ফকিরহাট গোসাইলডাঙ্গা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই এলাকার মোহাম্মদ হারুনের ছেলে। তার বিরুদ্ধে ৩৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ৮ ডিসেম্বর গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় নগরের কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘সাইফুল আলমের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এদিকে তাকে গ্রেপ্তারের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল তুহিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতারা নিন্দা জানিয়ে মুক্তি দাবি করেছেন।

আরও পড়ুন

×