ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের কর্মসূচি

আরও ৩ দিন বাড়ল আদালত বর্জন

আরও ৩ দিন বাড়ল আদালত বর্জন

সমিতি ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন আইনজীবীরা - সমকাল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩ | ১৫:১৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ | ১৫:১৪

আরেক দফায় বাড়ানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনরত আইনজীবীদের কর্মসূচি। জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারকের (জেলা ও দায়রা জজ) অপসারণসহ নাজির মুমিনুল ইসলামের বিচার দাবিতে চলমান আদালত বর্জন আরও তিন দিন বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার এ ঘোষণা দেন জেলা বারের সদস্যরা। দ্বিতীয় দফায় তিন দিনের আদালত বর্জন কর্মসূচির তৃতীয় দিন বৃহস্পতিবার নতুন ঘোষণা দেন আইনজীবীরা। এর আগে বিশেষ সাধারণ সভায় আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচি পালনে বৃহস্পতিবার আদালতের কার্যক্রমে অংশ না নিয়ে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন আইনজীবীরা। এতে আদালতের অচলাবস্থায় দূরদূরান্ত থেকে আসা হাজারো বিচারপ্রার্থী হতাশ হয়ে ফিরে গেছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখব। দাবি মেনে নিয়ে জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারককে (জেলা ও দায়রা জজ) অপসারণসহ নাজির মুমিনুলকে বিচারের মুখোমুখি করা হলে পর দিনই কর্মসূচি প্রত্যাহার করা হবে।

জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুকের অপসারণ এবং নাজির মুমিনুল ইসলামের বিচার দাবিতে গত ৫ জানুয়ারি আন্দোলন শুরু করেন আইনজীবীরা। এর অংশ হিসেবে তিন দিন করে দুই দফায় ছয় দিন ধরে আদালত বর্জন করে আসছেন তারা।

আরও পড়ুন

×