ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জেসিকা হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

জেসিকা হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:২৮ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:২৮

মুন্সীগঞ্জ শহরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী জেসিকা মাহমুদ হত্যা মামলার প্রধান আসামি বিজয় রহমানকে ঢাকার ওয়ারী এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩’র সদস্যরা। 

শুক্রবার রাতে ওয়ারীর একটি বহুতল ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গত ৩ জানুয়ারি সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের মধ্য কোটগাঁও এলাকায় নিজ বাসার ছাদে এসএসসি পরীক্ষার্থী জেসিকা মাহমুদকে (১৬) মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ। এর এক মাসের মাথায় গ্রেপ্তার হলেন মামলার প্রধান আসামি বিজয়।

র‍্যাব-৩’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার রাতে জানান, এ বিষয়ে রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকার কারওয়ানবাজারস্থ র‍্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করবেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। 

র‍্যাব সূত্র জানায়, প্রেস ব্রিফিংয়ের পর গ্রেপ্তার বিজয় রহমানকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×