সেচ দেওয়া নিয়ে তর্কে প্রবাসীকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি।
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০৯ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০৯
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর থেকে পানি সেচ দেওয়া নিয়ে তর্কের জেরে বাদশা মিয়া নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ মাহাবুব নামে একজনকে আটক করেছে পুলিশ। বাদশা ওমান প্রবাসী ছিলেন।
হাটহাজারী মডেল থানার পরিদর্শক নুরুল আলম বলেন, বাদশা মিয়াকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী রেহেনা আক্তার থানায় মামলা করেছেন। তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
গুমানমর্দ্দন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাদশা মিয়া দুই মাস আগে ওমান থেকে দেশে আসেন। তিনি দুই সন্তানের জনক।
বাদশার শ্যালক নুরুল মোমেন জানান, বাদশা মিয়ার পৈতৃক পুকুর থেকে নিজের ফসলি জমিতে পানি দেওয়ার জন্য স্থানীয় মোহাম্মদ মাহাবুব শনিবার সকালে মেশিন ও পাইপ বসান। এ সময় পুকুরে পানি কম থাকায় বাদশা এতে বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে মাহাবুব ক্ষিপ্ত হয়ে বাদশাকে বেধড়ক মারধর করেন। পরে বাদশাকে উদ্ধার করে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
- বিষয় :
- হত্যা
- পিটিয়ে হত্যা
- চট্টগ্রাম