ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

রঙ লাগিয়ে রঙিন হচ্ছে সামুদ্রিক মাছ, ব্যবসায়ীকে জরিমানা

রঙ লাগিয়ে রঙিন হচ্ছে সামুদ্রিক মাছ, ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:২৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:৩২

সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে মাছ। সাগর থেকে আনা ট্রলারভর্তি এসব মাছ নামছে মৎস্য অবতরণ কেন্দ্রে। মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে সব মাছ। খানিক পরে সেই মাছ চলে যাচ্ছে খুচরা বাজারে। সেখানে ঝুড়িতে থরে থরে মাছ সাজিয়ে অপেক্ষা করছেন ব্যবসায়ীরা। ক্রেতারা কিনছেনও বেশ। তবে এর মধ্যেই ঘটেছে রঙের খেলা। রঙে মাছ হয়ে যাচ্ছে লাল আর তাজা। প্রায় পচে যাওয়া মাছও দেখে মনে হচ্ছে টাটকা।

বাগেরহাটের কেবি মাছ বাজারে রঙ দিয়ে সামুদ্রিক মাছ তাজা করার এমন অভিযোগের ভিত্তিতে রোববার সকালে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় রং দেওয়ার সত্যতা মেলায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ব্যবসায়ীর নাম মো. আকবর সর্দার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই জরিমানা করেন।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযানকালে রাসায়নিক ক্ষতিকর রঙ মিশিয়ে সাদা রঙের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছ রঙ্গিন করার সময় এক মাছ ব্যবসায়ী হাতেনাতে ধরা পড়েন। ক্ষতিকর রঙ মিশিয়ে সাদা মাছ রঙিন করার অপরাধে ওই মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরে তার কাছে থাকা ক্ষতিকর রঙ মেশানো মাছ ধবংস করা হয়।

এসময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়।

whatsapp follow image

আরও পড়ুন

×