সাঁথিয়ায় ১ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৩৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:০৫
পাবনার সাঁথিয়ায় এক হাজার পিচ ইয়াবাসহ ইয়ামিন (৩৫)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কাশিনাথপুর বাজারের আলী আকবর সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইয়ামিন সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন আহম্মদপুর মধ্যপাড়া মহল্লার মৃত আব্দুর রাজ্জাক ওরফে রাজেকের ছেলে।
সাঁথিয়া পুলিশ জানায়,বুধবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিনাথপুর বাজারের আলী আকবর সুপার মার্কেটের সামনে থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ ইয়ামিনকে গ্রেপ্তার করে। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন,এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার পাবনা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- পাবনা