পিরোজপুরে বিএনপি-যুবদল-ছাত্রদলের ৬ নেতা কারাগারে

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৪৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৪৪
পিরোজপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির আহ্বায়কসহ যুবদল ও ছাত্রদলের ৬ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা ও দায়রা জজ মোহা. মুহিদুজ্জামান এ আদেশ দেন।
কারাগারে পাঠানো ৬ নেতা হলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন মল্লিক, জেলা যুবদলের ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক রিয়াজ সিকদার ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগ গত বছরের ২৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে একটি মিছিল বের করে। একই সময় জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিল দুটি শহরের জেলা কালেক্টরেট স্কুলের মূল গেটে পৌঁছালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্দেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রানাসহ অন্যান্য আসামিরা ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশে বোমা হামলা করে। এরপর শহরের পোস্ট অফিস সড়কে বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় গত ২৪ ডিসেম্বর রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু নাঈম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ৬৯ জনের নাম উল্লেখসহ আরও ৭০/৮০ জনকে অজ্ঞাত আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামিরা গত ৩ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন নেন।
এরপর গত ৮ ফেব্রুয়ারি জামিনের জন্য আসামিরা নিম্ন আদালতে হাজির হলে আদালত ২৩ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করে। আজ শুনানি শেষে আদালত জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসেনসহ ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা আদালতের বারান্দায় মিছিল করলে আদালত চত্ত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালত প্রাঙ্গণে মিছিলের ঘটনায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, জেলা বিএনপির আহ্বায়কসহ ৬ জনকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আমরা এ আদেশ মানি না। এ মামলার কোনো ভিত্তি নেই।