ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচন এলে মিথ্যার ঝনঝনানি বেড়ে যায়: ভূমিমন্ত্রী

নির্বাচন এলে মিথ্যার ঝনঝনানি বেড়ে যায়: ভূমিমন্ত্রী

ছবি- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৩৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৩৫

জাতীয় নির্বাচন এলেই মিথ্যার ঝনঝনানি বেড়ে যায় বলে দাবি করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম মিথ্যার শক্তিশালী আশ্রয়স্থান হয়ে গেছে। এখানে যার যা খুশি বলছেন, বাস্তবতা বোঝার চেষ্টা কম করা হচ্ছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বে ভিউতে চার দিনব্যাপী রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, দেশ যেভাবে এগোচ্ছে, আর পেছন ফিরে তাকাতে হবে না। করোনাকালে অন্যান্য দেশের প্রবৃদ্ধি কমলেও বাংলাদেশে বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে। এ ধারা অব্যাহত রাখতে হলে সঠিক ব্যক্তিকেই ক্ষমতায় রাখতে হবে।

পহেলা বৈশাখ থেকে ভূমি কর সম্পূর্ণভাবে অনলাইনে নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ভূমির সবকিছু অনলাইনে এসেছে। পহেলা বৈশাখ থেকে ভূমি কর আর হাতে হাতে নেওয়া হবে না। কাউকে আর তহসিল অফিসে যেতে হবে না।

তিনি বলেন, আমরা খারাপ সময় পার হয়ে এসেছি। আগে ইচ্ছেমতো বিলাস পণ্য আমদানি হতো, বৈদেশিক মুদ্রা হারাতাম। এখন শৃঙ্খলা ফিরেছে। এ সময় বিল্ডিং কোড মানতে সিডিএ ও আবাসন নির্মাতা প্রতিষ্ঠানকে সজাগ হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, রিহ্যাব ভাইস-প্রেসিডেন্ট কামাল মাহমুদ, পরিচালক প্রকৌশলী দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভীর প্রমুখ বক্তব্য দেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, সদস্য ছাড়া অন্যদের জমির মালিকের সঙ্গে চুক্তি না করা এবং জমির মালিককে ফ্ল্যাট হস্তান্তরের দীর্ঘসূত্রতা দূরে রিহ্যাবকে কঠোর হতে হবে। রিহ্যাব প্রস্তাব দিলে সদস্য ছাড়া ট্রেড লাইসেন্স দেওয়া হবে বলেও জানান তিনি।

আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, চট্টগ্রামকে নিয়ে নতুন মাস্টারপ্ল্যান যেন জনবান্ধব হয়। অতীতের মাস্টারপ্ল্যান নিয়ে নানা সমস্যা ছিল। এবার যেন তা না হয়। দ্বিতীয়বার ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে নিবন্ধন ফি ২ শতাংশ এবং আবাসন খাতে বিনাপ্রশ্নে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

জহিরুল আলম দোভাষ বলেন, চট্টগ্রামের আগের মাস্টারপ্ল্যান পুনর্বিবেচনা করে নতুন পরিকল্পনা যুক্ত করা হবে এবং তা সবার মতামত নিয়ে।

'স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ'- স্লোগানে মেলা চলবে আগামী রোববার পর্যন্ত। এবারের মেলায় ৪৪টি প্রতিষ্ঠানের ৬১টি স্টল অংশ নিয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ধরনের টিকিটে মেলায় প্রবেশ করা যাবে। একবার প্রবেশে ৫০ এবং চারবারের জন্য টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।

আরও পড়ুন

×