ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

মঙ্গলবার রাষ্ট্রপতির বাড়ি যাবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার রাষ্ট্রপতির বাড়ি যাবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ ও মিঠামইন প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:২১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মিঠামইনের বাড়িতে যাবেন। সরকারপ্রধানের আগমনকে ঘিরে গোটা হাওরাঞ্চলসহ কিশোরগঞ্জ জেলায় সাজ সাজ রব।

প্রধানমন্ত্রীকে বরণ করতে রাষ্ট্রপতি একদিন আগেই বাড়ি পৌঁছেছেন। আজ সোমবার বেলা ৩টা ২৩ মিনিটে হেলিকপ্টারযোগে মিঠামইনের ঘোড়াউত্রা নদীর তীরে হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।

এ সময় সহধর্মিনী রাশিদা হামিদ ও একমাত্র কন্যা স্বর্ণা হামিদসহ পরিবারের অন্য সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তোরণে ছেয়ে গেছে গোটা মিঠামইন। বক্তৃতার জন্য নৌকার আদলে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য মঞ্চ। এছাড়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিঠামইনে আনন্দ মিছিল করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারযোগে সকাল ১০টায় মিঠামইনের বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখানে সেনানিবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।

এরপর স্পীডবোটে ঘোড়উত্রা নদী পেরিয়ে কামালপুর গ্রামে রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এরপর বিকেলে মিঠামইন হেলিপ্যাডে সুধী সমাবেশে বক্তৃতা করে ওইদিনই ঢাকায় ফিরবেন তিনি।

আরও পড়ুন

×