ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারি গ্রেপ্তার

রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারি গ্রেপ্তার

গ্রেপ্তার সিফাত আলম।

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৮ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৮

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সিফাত আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে  তিনটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।   

রোববার রাতে অভিযান চালিয়ে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিফাত নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার কোরবান আলীর ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রফিকুল আলম বলেন, বিশেষ অভিযান চালিয়ে সিফাত আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে থেকে ককটেলসহ বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। এগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতো। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×