চবির প্রথম গবেষণা মেলায় ব্যাপক সাড়া, দর্শনার্থীর ভিড়

চবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:০৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:০৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের জেনোমিক্স অ্যান্ড প্রোটোনিক্স ল্যাবে প্রাণী ও উদ্ভিদ নিয়ে গবেষণা হয়। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ফসল রক্ষার গবেষণায় বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে ৬ কোটি টাকা ব্যয়ে গ্রিনহাউস। দেশে ফসল উৎপাদনে গ্রিনহাউস কীভাবে কাজ করবে, তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্টলে ছিলেন ওই বিভাগের সহযোগী অধ্যাপক লায়েলা খালেদা। তিনি শত শত শিক্ষার্থী ও দর্শনার্থীকে বুঝিয়ে দিচ্ছিলেন গ্রিনহাউস প্রকল্পের কার্যক্রম।
সোমবার চবির শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলার চিত্র ছিল অনেকটা এ রকম। শুধু এটিই নয়; মেলার ১০৩টি স্টলে এমন অন্যান্য গবেষণার উপস্থাপনও নজর কেড়েছে হাজারো গবেষণাপ্রেমীর। ক্লাসে যাওয়ার ফাঁকেই শিক্ষার্থীরা থমকে দাঁড়িয়ে দেখে নেন গবেষণাকর্ম।
গবেষণার সংস্কৃতিকে জনপ্রিয় করতে প্রথমবারের মতো চবিতে এ গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা ঘিরে সোমবার দিনব্যাপী শহীদ মিনার প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়।
গবেষণার বৈচিত্র্যকে সবার সামনে তুলে ধরতে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) যৌথ উদ্যোগে এ মেলা আয়োজিত হয়।
বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের ৮৪তম জন্মদিন উপলক্ষে এ মেলার পাশাপাশি সকাল সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়। চবি শিক্ষার্থী নুসরাত আফরিন ও সিলভিয়া নাজনীনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী। উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। মূল আলোচক ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানী মোহাম্মদ কায়কোবাদ।
মেলার পরিচালক আদনান মান্নান বলেন, দেশে গবেষণাকর্ম হয়, কিন্তু তা জনসাধারণের কাছে পৌঁছে না। কারণ প্রদর্শনীর ব্যবস্থা নেই। তাই তাঁরা এ উৎসবের আয়োজন করেছেন।
জামাল নজরুল ইসলামের কন্যা সাদাফ সিদ্দিকী বলেন, বাবা বিদেশের সব খ্যাতি ত্যাগ করে দেশের জন্য এসেছিলেন। তিনি বাংলাদেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করতেন।
উপাচার্য শিরীণ আখতার বলেন, জামাল নজরুল ইসলামের সাহচর্য পাওয়ার সুযোগ হয়েছিল আমার। তিনি চবির অংশ ছিলেন- এটা গর্বের।