মানিকগঞ্জে ১৪ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:২৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:২৯
স্ত্রীকে এসিড নিক্ষেপের মামলায় প্রায় ১৪ বছর পর স্বামী সাইজুদ্দিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের একটি আদালত। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন। এ সময় এজলাসে আসামি সাইজুদ্দিন উপস্থিত ছিলেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সাইজুদ্দিন জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে বিদেশে যান সাইজুদ্দিনের স্ত্রী রেবেকা বেগম। ২০০৯ সালে ছুটিতে আসেন তিনি। ফের বিদেশ যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরে ওই বছরের ২৮ মে রাতে রেবেকার শরীরে এসিড ছুড়ে মারেন সাইজুদ্দিন। আর্তচিৎকারে প্রতিবেশীরা রেবেকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুরনাথ সরকার বলেন, এ ঘটনায় রেবেকার মেয়ে সংগীতা বেগম পরদিন ২৯ মে সৎবাবা সাইজুদ্দিন মিয়াসহ চারজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন। তদন্তের পর ওই বছরের ৩ জুলাই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামুন বাশার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন।
১০ জনের সাক্ষ্যে আদালতে সাইজুদ্দিনের অপরাধ প্রমাণিত হয়। এতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। অন্য আসামিদের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের খালাস দেওয়া হয়। আসামির পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শিপরা রানি সরকার।
- বিষয় :
- যাবজ্জীবন কারাদণ্ড
- মামলা
- কারাদণ্ড