ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে ইটভাটা

দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে ইটভাটা

পলাশবাড়ীর নুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে তোলা এমএমবি ব্রিকস - সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ০৬:৪৮

নিয়ম-নীতি না মেনে গাইবান্ধায় দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে গড়ে উঠেছে ইটভাটা। অবৈধভাবে গড়ে তোলা এসব ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিক্ষার্থীরা। প্রশাসনের সদিচ্ছার অভাবে এসব চলছে বছরের পর বছর।

জেলার তালিকা অনুযায়ী গাইবান্ধায় ইটভাটা রয়েছে ১৭৩টি। লাইসেন্স আছে ১৮টির। বন্ধ রয়েছে ৪০টি। তবে সরেজমিনে ভাটা বন্ধের সংখ্যায় গরমিল দেখা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, শুধু শিক্ষার্থী নয়, জনবসতি এলাকায় গড়ে তোলা ভাটার আশপাশ গ্রামের সাধারণ মানুষও পড়ছে স্বাস্থ্যঝুঁকিতে। অভিযোগ রয়েছে, মাঝেমধ্যে লোক দেখানো অভিযান হলেও স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নেই।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার উজির ধরনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন গড়ে উঠেছে মেসার্স এমজিএম ব্রিকস, মেসার্স এআরকে ব্রিকস; কিসামত মালিবাড়ি ধর্মপুর কাবিলের বাজারহাট দাড়িয়াপুরসংলগ্ন এলাকায় কওমি মাদ্রাসা, এতিমখানা, শিশুনিকেতন; কাবিলের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মেসার্স এএবি ব্রিকস; তুলসীঘাট ফলিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মেসার্স এমকেবি ব্রিকস; কাজলঢোপ বল্লমঝাড় কাজলঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মেসার্স কেএবি ব্রিকস; খামার বল্লঝাড় চক গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে রয়েছে মেসার্স আরএসএস ব্রিকস নামে ইটভাটা।

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুনতাইড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩০০ গজ দূরে গড়ে উঠেছে মেসার্স লিপ্ত অ্যান্ড আরিশা ব্রিকস।

পলাশবাড়ি উপজেলার নুনিয়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে গড়ে উঠেছে মেসার্স এমএমবি ব্রিকস এবং ছাউনিয়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ৩০০ গজ দূরে নির্মাণ করা হয়েছে মেসার্স শিবলু ব্রিকস; মধ্যসাবদিন, সাবদিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়সংলগ্ন এলাকায় মেসার্স শামিম ব্রিকস নামে রয়েছে ইটভাটা।

সাদুল্যাপুর উপজেলার কুঞ্জমহিপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুঞ্জমহিপুর বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়, কুঞ্জমহিপুর বি ইউ উচ্চ বিদ্যালয়, কুঞ্জমহিপুর বালিকা দাখিল মাদ্রাসা ও কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে মেসার্স এসআরবি ব্রিকস; বুজরুক রসূলপুরের কিসামত সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মেসার্স শিখা এনএম ব্রিকস ও মেসার্স এসএম ব্রিকস।

সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর, শ্রীপুরে উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ মিটার দূরে মেসার্স এমআর ব্রিকস-১; উত্তর শাহাবাজ, সর্বানন্দ এলাকার উত্তর শাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০০ মিটার দূরে মেসার্স মা-বাবার দোয়া ব্রিকস নামে ইটভাটা।

পলাশবাড়ি উপজেলার সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মেসার্স আলতা ব্রিকস, মেসার্স এমসিবি ব্রিকস, মেসার্স মায়া ব্রিকস, মেসার্স বাদশা ব্রিকস, মেসার্স বাদশা ব্রিকস ও জনতা ব্রিকস নামে ছয়টি ইটভাটা রয়েছে।

কুঞ্জ মহিপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, স্কুলের পাশে ইটভাটা হওয়ায় রোগবালাইসহ নানা সমস্যা দেখা দিচ্ছে। কয়েক দিন আগে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে ভাটা মালিককে জরিমানা করেছেন। কিন্তু এখনও বন্ধ হয়নি।

মেসার্স এসআরবি ব্রিকসের ম্যানেজার শরিফুল ইসলাম জানান, কয়েক দিন আগে ৭ লাখ টাকা জরিমানা দিতে হয়েছে। সেই লোকসান পুষিয়ে নিতে ভাটা চালু রেখেছেন।

এমএমবি ব্রিকস ভাটার ম্যানেজার মাহমুদ জানান, অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানাসহ ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছিল। লোকসান হলেও আবারও ঠিকঠাক করে ভাটা চালানো হচ্ছে।

পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন জানান, পর্যায়ক্রমে আরও অভিযান পরিচালিত হবে।

জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, অনুমোদন না থাকায় বেশ কয়েকটি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটায় অভিযান চলছে।

আরও পড়ুন

×