বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।
 
তারা হলেন, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের দেবখণ্ড গ্রামের আব্দুর রহিমের ছেলে আরিফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী হাসিনা বেগম (২০)।
 
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তালোড়া রেলওয়ে স্টেশন থেকে ২ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।
 
নিহতদের স্বজনদের বরাতে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুণ অর রশিদ জানান, তারা দুইজনেই মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে সান্তাহারগামী আন্তঃনগর ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর ১২টা ৩০ মিনিটে তালোড়া রেল স্টেশনে পৌছে। তিন মিনিটের যাত্রা বিরতির পর সেটি সান্তাহারের উদ্দেশ্যে রওনা দেয়। তখন আরিফুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা ওই স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দেবখণ্ড রেল সেতুর ওপর দিয়ে হাঁটছিলেন। এক সময় তারা দু’জনেই ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।