নাটোরে আগুনে পুড়ে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু
-samakal-6407c00175e66.jpg)
ছবি: সমকাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৩ | ২২:৫১ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ২২:৫১
নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম ইউনিয়নের খাকসা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ওয়ালিউল্লাহ মিয়ার স্ত্রী সুমা খাতুন (৩৫), মেয়ে অমিয়া খাতুন (৯) ও ছেলে ওমর আলীর (৪) মৃত্যু হয়। বড়াইগ্রাম সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব আগুনে পুড়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
আগুনে ওয়ালিউল্লাহ মিয়ার বাড়ির চারটি ঘর সমস্ত মালামালসহ সম্পূর্ণ ভষ্মীভূত হয়।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিন আলী বলেন, ‘খাকসা গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর আগে গৃহবধূ সুমা খাতুন তার দুই সন্তান অমিয়া এবং ওমরকে নিয়ে ঘুমাতে যান। হঠাৎ চারদিক থেকে আগুনের লেলিহান শিখা তাদেরকে ঘিরে ফেলে। তারা ঘরের ভেতর থেকে চিৎকার করতে পারলেও কেউ তাদের উদ্ধার করতে পারেনি। নিজেরাও বের হয়ে আসতে পারেননি। ফলে নিজ ঘরেই করুণ মৃত্যু হয়। ওয়ালিউল্লাহ তখনও বাজার থেকে বাড়ি ফেরেননি।’
ইউপি চেয়ারম্যান মমিন আলী আরও বলেন, ‘খবর পেয়ে বনপাড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে সব শেষ।’
ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান মমিন। তিনি বলেন, ‘পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে আরও সহায়তা দেওয়া হবে।’
- বিষয় :
- নাটোর
- বড়াইগ্রাম
- আগুন
- অগ্নিকাণ্ড