ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সিলেটে যুবক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

সিলেটে যুবক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩ | ০৯:৫৩ | আপডেট: ০৯ মার্চ ২০২৩ | ০৯:৫৭

সিলেটের জৈন্তাপুরে ইউনুস আলী নামে এক যুবককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক এই রায় দেন

রায়ে জৈন্তাপুর উপজেলার উপর শ্যামপুর গ্রামের কুতুব আলীর ছেলে কয়েছ আহমদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। অন্য তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের ফয়জুর করিমের ছেলে রাসেল আহমদ, একই গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল আহমদ ও উপর শ্যামপুর গ্রামের মাহমুদ আলী হুরু মিয়ার ছেলে বিলাল আহমদ বেলাল।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর জৈন্তাপুরের হরিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ইউনুস আলীকে দণ্ডপ্রাপ্তরা ঘর থেকে ডেকে নিয়ে যান। পরে মদ পান করিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ইউনুসকে। ঘটনার দুদিন পর ইউনুস আলীর লাশ পার্শ্ববর্তী টিলায় পাওয়া যায়। পরে এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন

×