ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

শ্রমিক নেতা হেলাল সরদার হত্যা

গুরুদাসপুরের পৌর মেয়রসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

গুরুদাসপুরের পৌর মেয়রসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩ | ১৩:০৪ | আপডেট: ১৫ মার্চ ২০২৩ | ১৩:০৪

পূর্ববিরোধের জেরে নাটোরের গুরুদাসপুরে হেলাল সরদার হত্যাকাণ্ডের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে নিহত হেলাল উদ্দিনের মা রিনা বেগম বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন– পৌর এলাকার বাজারপাড়া মহল্লার তোহা জমাদার, চাঁচকৈড় কাচারী পাড়া মহল্লার আকাশ আহমেদ ও তুহিন আহমেদ।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা জানান, তিনি নৌকা প্রতীক নিয়ে তিনবার পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও একজন শক্ত প্রার্থী। এ কারণে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস লোকজন দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, যাতে আগামী সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হতে না পারেন।

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বলেন, আমি অসুস্থ। দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।

তিনি আরও বলেন, দলের সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আওয়ামী লীগ থেকে আমি ছয়বার এমপি হয়েছি। আগামী সংসদ নির্বাচনে দলীয় হাইকমান্ড যাঁকে মনোনয়ন দেবে তাঁর প্রতি সমর্থন জানাব। তাই শত্রুতা করে মামলা দেওয়ার প্রশ্নই ওঠে না। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর বাজারের ট্রাক পরিবহন শ্রমিক অফিসের সামনে শ্রমিক নেতা হেলাল সরদারকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হেলাল সরদারের ছোট ভাই শিশির সরদারকেও গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×