ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

‘আপত্তিকর’ ভিডিও ফাঁস, সম্পাদকের বহিষ্কার দাবিতে রাজশাহীতে আ. লীগের মানববন্ধন

‘আপত্তিকর’ ভিডিও ফাঁস, সম্পাদকের বহিষ্কার দাবিতে রাজশাহীতে আ. লীগের মানববন্ধন

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বহিষ্কার দাবিতে মানববন্ধন। ছবি: সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩ | ১৯:১৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৩ | ১৯:১৪

‘আপত্তিকর’ভিডিও ফাঁস ইস্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের বহিষ্কার দাবিতে মাঠে নেমেছেন দলটির নেতাকর্মী। সোমবার নগরীর লক্ষ্মীপুর মোড়ে মানববন্ধন করেন তাঁরা। এর আগে একই দাবিতে দুই দফায় মানববন্ধন হলেও দলীয় নেতাকর্মী অংশ নেননি। এবারই প্রথম তাঁরা মানববন্ধন করে ডাবলু সরকারের বহিষ্কার দাবি করলেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোজাফফর হোসেন। 

নগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা বলেন, ‘ভেবেছিলাম, নিজেই দল থেকে সরে যাবেন ডাবলু সরকার। কিন্তু তিনি তা করেননি। তাই মানববন্ধন করে তাঁর বহিষ্কার দাবি করছি। এবিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগকে লিখিত অভিযোগ দেওয়া হবে।’ 

মানববন্ধনে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নওসের আলী, শাহাদত হোসেন, নাইমুল হুদা রানা, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ।

গত ১৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাবলু সরকারের একটি ‘আপত্তিকর’ ভিডিও ছড়িয়ে পড়ে।ভিডিও ছড়ানোর অভিযোগে পর দিন বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি।এজাহারে তিনি দাবি করেন, একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে কে বা কারা তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এডিটিংয়ের মাধ্যমে মিথ্যা, অশ্লীল ভিডিও তৈরি করে সম্মানহানির চেষ্টা করছে।


আরও পড়ুন

×