জেলেদের জন্য বরাদ্দের ১০০ বস্তা চাল জব্দ

ছবি: সমকাল
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩ | ১২:০৩ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ | ১২:০৩
বরগুনার বেতাগীতে অভিযান চালিয়ে ভিজিএফের ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা এ অভিযান চালান। তবে কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।
জানা গেছে, জাটকা ধরা নিষিদ্ধের সময় মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল মজুদ রাখার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সদর ইউনিয়নের কবির হাওলাদারের বাড়িতে ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। তিনি মোকামিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন খোকনের চাচাত ভাই।
মোকামিয়া ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, চাল ইউনিয়ন পরিষদে রাখলে অতিরিক্ত পরিবহন খরচ লাগতো। জনগণের কথা বিবেচনা করে বাড়িটিতে রাখা হয়েছে। চেয়ারম্যান হিসেবে তিনিই চাল রাখতে বলেছেন। ইউপি সদস্য ফারুক হোসেন খোকন বলেন, ২ নম্বর ওয়ার্ডের জেলেদের চাল দেয়া হয়নি। মজুদ রাখা হয়েছে।
স্থানীয় জেলে মো. সাহিন বলেন, গত ৩১ মার্চ তাকে ৮০ কেজির পরিবর্তে ৩০ কেজি চাল দেয়া হয়েছে। পরে বিতরণ তালিকা থেকে তার নাম বাদ দেয়া হয়। নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ইউনিয়নের সব ওয়ার্ডে জেলেদের চাল বিতরণ ৩১ মার্চ শেষ হয়েছে।
২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. ইব্রাহীম বলেন, সচিব রাতে ফোনে বলেন ইউপি সদস্য ফারুকের বাড়ির সামনে চাল নিয়ে সমস্যা হয়েছে, সেখানে যেতে। চালের বিষয়ে তিনি কিছু জানেন না।
উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা বলেন, ইউএনওর নির্দেশে চাল জব্দ করা হয়েছে। ইউএনও মো. সুহৃদ সালেহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হবে। বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মামলা হলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বরগুনা
- বেতাগী
- চাল জব্দ
- ভিজিএফের চাল