ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

দোহারে জাটকাসহ ৭ জেলে আটক

দোহারে জাটকাসহ ৭ জেলে আটক

পদ্মানদীতে অভিযানে আটক জেলে। ছবি: সমকাল

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ০৬:৩১ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ০৬:৩১

ঢাকার দোহারে জাল, জাটকাসহ ৭ জেলেকে আটক করেছে কুতুবপুর ফাঁড়ির নৌ-পুলিশ। মঙ্গলবার রাতে পদ্মা নদীতে অভিযানের সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মধুরচর গ্রামের ফালান বেপারি (৫৫), বিল্লাল (৪০), শাকিল (২০), ইলিয়াস (৩০), রিপন (৩৫), মিজানুর (৩২) ও দোহার গ্রামের কাদির শেখ (৬০)।

কুতুবপুর নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পদ্মা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। এ সময় প্রায় ৪০ মণ জাটকা, ১ লাল ৩০ হাজার মিটার বেহুন্দী জাল ও দুইটি নৌকাসহ ৭ জেলেকে আটক করা হয়। 

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এস আই জহুরুল ইসলাম জানান, আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ করা জাটকা স্থানীয় বাস্তা মাদ্রাসা, নারায়ণপুর মাদ্রাসা, শিলাকোঠা মাদ্রাসা, আশরাফুল মাদ্রাসাসহ গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন

×