ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ইউপিডিএফ কর্মীকে হত্যার ঘটনায় মামলা

ইউপিডিএফ কর্মীকে হত্যার ঘটনায় মামলা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১৬:২০ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ১৬:২০

খাগড়াছড়ির দীঘিনালায় শিমূল চাকমা (২৮) নামের এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার নিহতের স্ত্রী মিটেনা চাকমা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

নিহতের স্ত্রী মিটেনা চাকমা জানান, তাঁর স্বামী দুপুরে ভাত খাওয়ার পর তাঁর জন্য ওষুধ আনতে বাজারে যান। বিকেলে শোনেন, কে বা কারা তাঁর স্বামীকে গুলি করে হত্যা করেছে।

তাঁর স্বামী আগে ইউডিএফের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেন তিনি।

দীঘিনালা থানার ওসি মুহাম্মদ আলী জানান, ঘটনাস্থলে লাশের সন্ধান পাওয়া না গেলেও মঙ্গলবার রাত ৯টার দিকে পরিবারের লোকজন মরদেহ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে লাশ উদ্ধার করে গতকাল ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

whatsapp follow image

আরও পড়ুন

×