ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ছেলেধরা সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

ছেলেধরা সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১২:১৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ১৬:৫৮

ফরিদপুরের ভাঙ্গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে শামসেল মোল্লা নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। শামসেল মোল্লা মানিদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত বারেক মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ইফতারের পর মীর আব্দুর রহিম, ছোট ভাই ও এক বন্ধুসহ নগরকান্দা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন। পরে ভাঙ্গা রেলস্টেশন হয়ে ট্রেনে করে ফরিদপুরে যাওয়ার জন্য তারা তিনজন ভাঙ্গা পুখুরিয়া বাসস্ট্যান্ডে নামেন। সেখানে চা পানের সময় স্থানীয় শামসেল নামে এক যুবক আব্দুর রহিমের ছোট ভাইয়ের সঙ্গে আলাপচারিতা শুরু করে। পরে ওই কিশোরকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার কথা বলে তার হাত ধরে টানাটানি শুরু করে শামসেল। এতে ওই কিশোর চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে।

একপর্যায়ে ছেলেধরা বলে তাকে সন্দেহ করে বাসস্ট্যান্ডে থাকা জনতা শামসেলকে ধাওয়া করে। এতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে বেদম প্রহার ও গণধোলাই দেয়। গুরুতর আহত শামসেলকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানের চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত পৌনে ১০টার দিকে শামসেল মারা যান।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, শামসেলের বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। রাতেই তার মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

×