ঈদ শেষে ফেরার পথে দুর্ঘটনায় গেল প্রাণ
ইকবাল হোসেন
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩ | ১৬:২৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ | ১৬:৩৪
যশোরের শার্শায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার গোড়পাড়ায় এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)।
নিহত ইকবাল হোসেন শার্শার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে ও কাশেম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন ইকবাল। ছুটি সীমিত হওয়ায় ঢাকায় কর্মস্থলে যাওয়ার জন্য বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাস কাউন্টারে যাচ্ছিলেন। গোড়পাড়া বিশ্বাস বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। তার ভাই মনিরুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়ি আনা হয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লক্ষিন্দর সমকালকে বলেন, আহতদের নিয়ে আসার সময় পথে ইকবাল হোসেনের মৃত্যু হয়। মনিরুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
- বিষয় :
- যশোর
- শার্শা
- সড়ক দুর্ঘটনা-২০২৩
- দুর্ঘটনায় নিহত