চুনারুঘাটে ঈদের রাতে ইয়াবাসহ গ্রেপ্তার ২
চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩ | ২০:৪০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ | ২০:৪০
হবিগঞ্জের চুনারুঘাটে ঈদের রাতে ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের রোববার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় দুজনকে কারাগারে নেওয়া হয়।
চুনারুঘাটের গাজিপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের মো. পলাশ মিয়া (২৯), একই ইউনিয়নের গাজিপুর গ্রামের লুৎফর রহমান (৪৮) আটক হয়েছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান, ঈদের দিনগত গভীর রাতে দুই মাদক কারবারি পরস্পর যোগসাজশে ইয়াবা পাচার করবেন এমন তথ্যের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) উত্তম কুমার ঘোপসহ একদল পুলিশ গাজিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করেন। পরে তাদের বিরুদ্ধে এএসআই উত্তম কুমার ঘোপ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় দুজনকে হবিগঞ্জ আদালতে তোলা হয়। বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এ ধরনের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি মো. রাশেদুল হক।