বড় ভাই শাসন করায় অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ০৬:৪২ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০৬:৪২
শাহিদা উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের মৃত হোসেন বিশ্বাসের মেয়ে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল চলাফেরা নিয়ে ভাই হেলাল উদ্দিন শাহিদাকে শাসন বারণ করেন। এ সময় ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাইয়ের ওপর অভিমান করে অন্যান্য দিনের মতো শাহিদা তার শয়ন কক্ষে ঘুমাতে যান। এরপর থেকে আর কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় শাহিদার মরদেহ ঝুলতে দেখেন।
গৌরীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর শুনে আমি ঘটনাস্থলে এসেছি।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
- বিষয় :
- কলেজছাত্রী
- আত্মহত্যা
- রাজশাহী
- পাবনা