ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বরিশাল সিটি নির্বাচন

ব্যালটে ভোট গ্রহণ ও সেনা মোতায়েনের দাবি জাপা প্রার্থীর

ব্যালটে ভোট গ্রহণ ও সেনা মোতায়েনের দাবি জাপা প্রার্থীর

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ০৯:১৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০৯:১৯

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বদলে কাগজের ব্যালটে ভোট গ্রহণ এবং সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

শনিবার তিনি বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলেন, ইভিএমের ওপর ভোটার ও জনগণ কারো আস্থা নেই। এ মেশিনে ভোটের ফল পরিবর্তন করা সম্ভব। একবার পরিবর্তন হয়ে গেলে ভোট পুনরায় গণনার সুযোগ নেই। তাই নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করতে হবে।

ইভিএম প্রসঙ্গে তিনি আরও বলেন, এই মেশিন দিয়ে ডিজিটাল জালিয়াতি করা সম্ভব। ইভিএমের দুটি অংশ হচ্ছে- সফটওয়্যার ও হার্ডওয়্যার। সফটওয়্যার অংশের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে তিনি সহজে ভোটের ফলাফল পরিবর্তন করে ফেলতে পারবেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দুইবার ফল প্রকাশের অভিযোগ রয়েছে। তাছাড়া জনগণ ইভিএমে ভোট দিতে অভ্যস্ত না হওয়ায় কেন্দ্রে ধীরগতি ও ভোটারদের দীর্ঘ লাইন হওয়ার আশঙ্কা রয়েছে।

সেনাবাহিনী মোতায়েনের দাবি প্রসঙ্গে জাপার প্রার্থী বলেন, সেনাবাহিনীর ওপর সাধারণ মানুষের গভীর আস্থা। ভোটারদের মধ্যে ভীতি দূর এবং কেন্দ্রে বিশৃঙ্খলা মোকাবিলা করতে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে না এলে এবং সেনাবাহিনী মোতায়েন না হলে জাপার পরবর্তী করণীয় কী জানতে চাইলে প্রার্থী তাপস বলেন, এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে দল সিদ্ধান্ত নেবে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবেই সেটাই পালন করবে বরিশাল জাপা।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যক্ষ মো. মহসীন উল ইসলাম হাবুলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×