ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক
উট পাখির সংসারে নতুন অতিথি

ছবি: সমকাল
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ১৫:০৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ১৫:০৯
কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে উট পাখির ডিম থেকে একটি বাচ্চা ফুটেছে। সুস্থ থাকলেও বাচ্চাটি নেই তার মা-বাবার সঙ্গে। নতুন এ অতিথিকে পার্কের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে রাখা হয়েছে।
জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে দুটি পুরুষ ও দুটি স্ত্রী উট পাখি নিয়ে আসে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারিতে দুটি স্ত্রী উট পাখি ডিম দেয়। ১০টি ডিম ফোটানোর জন্য পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দুটি ইনকিউবেটর সংগ্রহ করেন। এরই মধ্যে তিনটি ডিম নষ্ট হয়ে যায়। অন্য একটি ডিম থেকে ২৩ এপ্রিল রাতে একটি বাচ্চা ফুটেছে। আরও ৬টি ডিম এখনও ইনকিউবেটরে রয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, স্বাভাবিক নিয়মে ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোটার কথা। ইতোমধ্যে একটি ডিম থেকে বাচ্চা ফুটলেও নির্ধারিত সময়ের চার দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনও অবশিষ্ট ডিম থেকে বাচ্চা ফোটেনি। তবে আমরা আশাবাদী অবশিষ্ট ডিম থেকে নতুন বাচ্চা আসবে।
তিনি আরও বলেন, উট পাখি খুবই মূল্যবান। প্রতি জোড়া উট পাখির আন্তর্জাতিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। বৈরী আবহাওয়ার কারণে উট পাখির ডিমগুলো মা-বাবার তত্ত্বাবধানে রাখা হয়নি। এমনটা রাখা গেলে সব ডিম থেকেই বাচ্চা ফোটার সম্ভাবনা ছিল। উট পাখির সংসারে নতুন অতিথিকে খাদ্যাভ্যাস শেখানোর জন্য একই কক্ষে দুটি ব্রয়লার মুরগির বাচ্চাও রাখা হয়েছে। এতে উট পাখির বাচ্চাটি খাবার খাওয়া শিখছে।