- সারাদেশ
- সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

পিলার ধসে যাওয়া ব্রিজ- সমকাল
হবিগঞ্জ জেলার ইটাখোলা রেলওয়ে স্টেশন এলাকায় পাহাড়ি ঢলের পানিতে একটি রেল সেতুর পিলারের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে টানা বৃষ্টিতে ওই রেল সেতুটি ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হওয়া সকাল ১০টা থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, সেতুটি সংস্কার না করা পর্যন্ত এ অবস্থা বজায় থাকবে।
রেল যোগাযোগ স্বাভাবিক করা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান শ্রীমঙ্গলস্থ রেলওয়ের গণ পূর্ত বিভাগের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আলী আজম।
রেলওয়ের প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, মাটি সরে যাওয়ায় ব্রিজটি দুর্বল হয়ে ধসে গেছে। ব্রিজটি মেরামত করতে কাজ চলছে। তবে যাত্রীদের সুবিধার্থে ব্রিজের দু’প্রান্তে ট্রেন রাখা হচ্ছে। যাত্রীরা হেটে ব্রিজ পার হয়ে অপর প্রান্তে গিয়ে ট্রেনে উঠবে।
শুক্রবার সকাল পর্যন্ত ব্রিজটি সম্পূর্ণ মেরামত করা শেষ হবে বলেও তিনি মনে করেন।
মন্তব্য করুন