ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

পেকুয়ায় আগুনে পুড়ে ১৩ বসতবাড়ি ছাই

পেকুয়ায় আগুনে পুড়ে ১৩ বসতবাড়ি ছাই

আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি। ছবি-সমকাল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৩ | ০৭:৩৩ | আপডেট: ০৬ মে ২০২৩ | ০৭:৩৯

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ১৩ বসতবাড়ি ও এক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে সোহেলের কুলিং কর্নার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসলেও তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে স্থানীয় বাসিন্দা কামাল হোসাইন, জুনাইদ, আবদু শুক্কুর, আজিমের বাড়িসহ ১৩টি বসতবাড়ি ও সোহেলের দোকানঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে পেকুয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শোয়াইব মুন্সি বলেন, রাত ৩টার দিকে আমরা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি বাইম্যাখালী এলাকায় আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যে ১৩টি বসতবাড়ি পুড়ে গেছে সে ঘরগুলো গাছ-বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল। ফলে আগুনের তীব্রতা বেশি ছিল। ১৩ বসতবাড়ি ও ১টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও কাপড় বিতরণ করা হয়েছে। তাঁদের পর্যাপ্ত সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি একটি প্রতিবেদন পাঠিয়েছি।

আরও পড়ুন

×