৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ৩ কিশোর গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৩ | ১৪:৪৩ | আপডেট: ০৭ মে ২০২৩ | ১৪:৪৩
শুক্রবার এলাঙ্গী পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে একজনকে এবং শনিবার এলাঙ্গী বাজার এলাকা থেকে অপর দু’জনকে আটক করে পুলিশ। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, এলাঙ্গী পশ্চিমপাড়া গ্রামের একটি শিশু গত ৪ মে বাড়ি থেকে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন সন্ধ্যায় এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের প্রাচীর-সংলগ্ন একটি জঙ্গল থেকে শিশুটির বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার রাতে এক কিশোরকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে ধষর্ণ ও হত্যার কথা স্বীকার করে ঘটনায় জড়িত অপর দুই সহযোগীর নাম প্রকাশ করে। পর দিন অভিযান চালিয়ে তার সহযোগী অপর দুই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন, রোববার আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে ধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সহজ হবে।