যৌন নিপীড়নে রাজি না হওয়ায় শিশুকে হত্যা

প্রতীকী ছবি
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৩ | ১৮:০০
মুক্তাগাছায় যৌন নিপীড়নে রাজি না হওয়ায় পাঁচ বছরের এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজের এক দিন পর গতকাল মঙ্গলবার সকালে ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আবু উবায়দা ইসলাম রাফি নামে শিশুটি উপজেলার ঘোষবাড়ি গ্রামের রাইসুল ইসলামের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘোষবাড়ি গ্রামের আবু রায়হানের ছেলে আবু সাইদকে (১৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মুক্তাগাছা থানায় হত্যা মামলা হয়েছে।
জানা যায়, রাফি সোমবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ঘোষবাড়ি বাজারের কাছে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা দেখতে গিয়ে নিখোঁজ হয় সে।
মঙ্গলবার সকালে ঘোষবাড়ি বাজারের পূর্বে একটি ডোবার পাড়ে ওই শিশুর জুতা দেখতে পেয়ে সেখানে খুঁজতে নামেন স্বজনরা। ডোবায় কচুরিপানার নিচে ওই শিশুর লাশ দেখতে পান তাঁরা। পরে শিশুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ বলেন, গ্রেপ্তার সাইদ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। যৌন নিপীড়নে রাজি না হওয়ায় শিশুটিকে সে বাড়ির পাশে একটি ডোবায় নিয়ে যায়। সেখানে তাকে পানিতে চুবিয়ে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে সে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- যৌন নিপীড়ন
- শিশু হত্যা
- মুক্তাগাছা