ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে প্রাণ গেল ২ বোনের

ঝড়ে ভেঙে যাওয়া গাছের ডাল
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৩ | ১৫:২৬ | আপডেট: ১০ মে ২০২৩ | ১৫:২৬
নিহতরা হলো- মুছলিম উদ্দিনের ৯ বছরের শিশু কন্যা জেরিন আক্তার এবং আমিনুল ইসলামের ৫ বছরের শিশু কন্যা চাঁন মনি। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
জেরিন আক্তার শহরের এনএন কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে এবং চাঁন মনি একই স্কুলের শিশু শ্রেণিতে পড়াশোনা করত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৩টার দিকে মুক্তাগাছা শহরের ওপর দিয়ের প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড়ের সময় তারা বাড়ির আঙ্গিনায় আম কুড়াতে বের হয়। এ সময় আম গাছের ডাল ভেঙে তাদের মাথায় পড়ে।
এতে ঘটনাস্থলেই জেরিন আক্তার মারা যায়। আর চাঁন মনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আম কুড়াতে গিয়ে গাছের ডালের ভেঙে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি।