ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা: ৫ জনের যাবজ্জীবন

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা: ৫ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১৫:০৪ | আপডেট: ১৫ মে ২০২৩ | ১৫:০৪

মানিকগঞ্জের দৌলতপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিতরা হলেন– মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাশাইল গ্রামের নুরুল হক, আবুল কাশেম, তাজুল ওরফে দেলোয়ার, আমিনুর রহমান এবং বাহেজ উদ্দিন। নিহত শিউলী আক্তার ওই এলাকার তৈমুদ্দিনের মেয়ে এবং শিবালয়ের বালুরচর এলাকার রফিক মিয়ার স্ত্রী।

জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর রাতে আসামিরা শিউলীকে ধর্ষণের পর হত্যা করে। পরের দিন তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিউলীর বাবা মামলা করেন।

দৌলতপুর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম তদন্ত করে ৮ জনকে আসামি করে ২০১৪ সালে ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মথুরনাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী একেএম আজিজুল হক ও রেজা ফেরদৌস উচ্চ আদালতে আপিলের কথা জানান।

আরও পড়ুন

×