বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৭:০৯ | আপডেট: ০১ এপ্রিল ২০২০ | ০৮:০২
কুমিল্লার দেবীদ্বারে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেবীদ্বার থানায় মাদ্রাসা শিক্ষক বদিউল আলম মুন্সীকে (৫২) আসামি করে মামলা করেন।
দেবীদ্বার থানা পুলিশ বুধবার সকালে অভিযুক্ত মাওলানা বদিউলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কুমিল্লা কোর্টহাজতে চালান করেছে। একইসঙ্গে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত বদিউল রাজামেহার ফাজিল মাদ্রাসার শিক্ষক।
বাদী তার মামলায় উল্লেখ করেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অভিযুক্ত রাজামেহার গ্রামের বদিউল পাশের ঘরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে তার নিজ ঘরে ধর্ষণ করেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সিংহ জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর এবং তদন্তের পরই ঘটনার সত্যতা জানা যাবে।