ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যুর পর তার পার্শ্ববর্তী ১৫টি বাড়ি লকডাউন করা হয়। ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৭:১৯

করোনাভাইরাসের উপসর্গ (শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়া) নি‌য়ে লক্ষ্মীপুর সদর হাসপাতা‌লে ভর্তির পর রেজাউল করিম নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার রাতে তার মৃত্যু হয়। 

রেজাউল করিমের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কামানখোলা গ্রামে। তিনি অ্যাজমাসহ নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় কামানখোলা গ্রামের ১৫টি বাড়ি লকডাউন করে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়েছে।

 সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মোজাম্মেল হক বাচ্ছু জানান, রেজাউল করিম অ্যাজমাসহ নানা রোগে ভুগছিলেন। কী কারণে মারা গেছে সেটা জানেন না তিনি।

স্থানীয়রা জানান, রেজাউলের পার্শ্ববর্তী কয়েক বাড়ির অনেকে সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরে। রেজাউল যে মসজিদে নামাজ পড়তে যেতেন তারাও ওই মসজিদে নামাজ পড়তে যায়। দুই-তিন দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বুধবার রাতে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তাদের পার্শ্ববর্তী ১৫টি বাড়ি লকডাউন করে গ্রাম পুলিশসহ তিন পুলিশ দিয়ে পাহারা বসিয়েছেন প্রশাসন। 

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বুধবার রাতে এক বৃদ্ধ লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়। পরে রাতে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তার লাশ সরকারি নির্দেশনা মেনে দাফন করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ১৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। 


আরও পড়ুন

×