ঘুরতে বের হয়ে লাশ হলেন ২ বন্ধু

সড়ক দুর্ঘটনায় নিহতরা -সংগৃহীত ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৯:৫৯
বরিশালের উজিরপুর ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উপজেলার ইচলাদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে সজিব (১৮) ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও উপজেলার শিকারপুর বন্দরের মিল ব্যবসায়ী আকলিমা বেগমের ছেলে এবং আরাফাত হোসেন ঢাকা কলেজের ছাত্র ও একই বন্দরের সার ব্যবসায়ী জামান খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সজিব ও আরাফাত মহাসড়কের ওপর দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালকের আসনে থাকা সজিব ঘটনাস্থলেই নিহত হন। আরাফাতকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান করোনাভাইরাস সংকটে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় তারা গ্রামের বাড়িতে এসেছিলেন। দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
- বিষয় :
- বরিশাল
- সড়ক দুর্ঘটনা