ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

টিউবওয়েল চুরির অভিযোগে দুই শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

টিউবওয়েল চুরির অভিযোগে দুই শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৩ | ১৬:০৯ | আপডেট: ০৮ জুন ২০২৩ | ১৬:০৯

ফরিদপুরের বোয়ালমারীতে টিউবওয়েল চুরির অভিযোগে দুই শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপলডাঙ্গা গ্রামের এ ঘটনা বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার নির্যাতনে জড়িত নজরুল শেখকে (৪৩) আটক করে পুলিশ। নজরুল স্থানীয় ৮ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল শেখের বড় ভাই।

শিশুদের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি চাপলডাঙ্গা গ্রামের বাসিন্দা নজরুল শেখের একটি টিউবওয়েল চুরি হয়। এ জন্য তিনি গ্রামের খাঁপাড়ার ৯ ও মুক্তারপুর গ্রামের ১০ বছর বয়সী দু’জনকে দায়ী করেন। মঙ্গলবার নাজমুল শেখ (৩৯), তার ভাই নজরুল শেখ (৪৩) ও একই গ্রামের হাসান খন্দকার (৩৫) শিশুদের ধরে পায়ে শিকল বেঁধে ধানের চাতালে চিৎ করে শুইয়ে কাঠ এবং বাঁশের লাঠি দিয়ে মারধর করেন।

নির্যাতনের শিকার এক শিশুর চাচা বলেন, ‘মেম্বারের ভাই শ্যালো মেশিনের টিউবওয়েল চুরির ঘটনায় রাস্তা থেকে আমার ভাতিজাসহ দুইজনকে ধরে নিয়ে রোদের মধ্যে শিকলে বেঁধে গরম চাতালে শুইয়ে নির্যাতন করেন। খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়। মেম্বারের ভাই প্রভাবশালী। অভিযোগ দিয়েও কিছু হবে না। এ জন্য অভিযোগ দেইনি।’

নির্যাতনের শিকার এক শিশু জানায়, জাম বিক্রির জন্য সে বোয়ালমারী বাজারে যাচ্ছিল। পথে নজরুল শেখ তাকে ভ্যান থেকে নামিয়ে বাড়ির ধানের চাতালে নিয়ে পায়ের তলা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। কান্নাকাটি করলেও ছাড়েননি। এক পর্যায়ে দু’জনের গলায় ফাড়া বাঁশ দিয়ে চেপে ধরলে ভয়ে তারা চুরির স্বীকারোক্তি দেয়।

অভিযুক্ত ইউপি সদস্য নাজমুল শেখের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়। আরেক অভিযুক্ত হাসান খন্দকার কল রিসিভ করার পর সাংবাদিক পরিচয় পেয়ে কেটে দেন। পরে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।

গুনবহা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, কিছুদিন ধরে ওই এলাকায় বাড়ি ও মাঠ থেকে টিউবওয়েল চুরি হচ্ছে। নাজমুল মেম্বারের ভাই খোয়া যাওয়া টিউবওয়েলের হাতল দুই শিশুর কাছ থেকে উদ্ধার করেন দাবি করে তাদের ধরে এনেছিলেন। পরে অভিভাবকরা শিশুদের নিয়ে গেছেন।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, নির্যাতনের ঘটনায় এখনও ভুক্তভোগীদের পরিবার অভিযোগ দেয়নি। তবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আরও পড়ুন

×