ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দুই শিশুকে নির্যাতন: ইউপি সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

দুই শিশুকে নির্যাতন: ইউপি সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৩ | ১৩:১৮ | আপডেট: ১০ জুন ২০২৩ | ১৩:১৮

ফরিদপুরের বোয়ালমারীতে দুই শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

নির্যাতনের শিকার সৌরভ শেখের বাবা আলিবার শেখ শুক্রবার রাতে মামলাটি করেন। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার আসামিরা হলো- উপজেলার গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল শেখ, নজরুল শেখ, হাসান খুননার, হাবিল খান ও রকিবুল খুননার। তাদের মধ্যে হাবিল খানকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, উপজেলার চাপলডাঙ্গা গ্রামের নজরুল শেখের টিউবওয়েল চুরি হওয়ার পর গত মঙ্গলবার সৌরভ শেখ (৯) এবং সুমন শেখ (১০) নামে দুই শিশুকে ইউপি সদস্য নাজমুল শেখের নির্দেশে ধরে নিয়ে যাওয়া হয়। পরে চুরির অভিযোগ এনে তাদের পায়ে শিকল বেঁধে নজরুল শেখের চাতালে রোদের মধ্যে নির্যাতন করা হয়। এ সময় ভয় দেখিয়ে তাদের কাছ থেকে স্বীকারোক্তিও আদায় করা হয়।

শিশু দুটিকে নির্যাতনের ছবি ও ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুক্রবার সমকালের প্রথম পৃষ্ঠায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর রাতেই মামলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই আব্দুর রহমান বলেন, এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নির্যাতনের শিকার দুই শিশুকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের খাবার ও নতুন জামাকাপড় কিনে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×