ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: একজনের যাবজ্জীবন

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: একজনের যাবজ্জীবন

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০২৩ | ০৭:২২ | আপডেট: ২১ জুন ২০২৩ | ০৭:২২

খুলনার দৌলতপুর এলাকার স্কুলছাত্রী অঙ্কিতা দে ছোঁয়াকে (৯) ধর্ষণের পর হত্যা মামলার আসামি প্রীতম রুদ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মতিউর রহমান বুধবার বেলা ১১টায় এ রায় ঘোষণা করেন। রায়ে লাশ গুমের অপরাধে তাকে ৫ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি প্রীতম রুদ্রকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, এ রায়ে তারা খুশি নন। রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করা হবে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাবলা বণিকপাড়া এলাকার বাসিন্দা সুশান্ত কুমারের মেয়ে ও বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী অঙ্কিতা দে ছোঁয়া ২০২১ সালের ২২ জানুয়ারি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৬ দিন পর ২৮ জানুয়ারি বণিকপাড়া এলাকার একটি ভবনের নিচতলার বাথরুম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ওই বাড়ির ছাদে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়।

এর আগে একই বছরের ২৬ জানুয়ারি অঙ্কিতার বাবা সুশান্ত কুমার দে বাদী হয়ে নগরীর দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা প্রীতম রুদ্রকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন

×