ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় ঝালকাঠির বিএনপি নেতা বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৩ | ১২:৪৬ | আপডেট: ২২ জুন ২০২৩ | ১২:৪৬
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ওয়ারেচ আলী খানকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৭নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওয়ারেচ আলীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২০ জুন এ ব্যাপারে তাকে নোটিশের মাধ্যমে কারণ দর্শাতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দেওয়ায় ওয়ারেচের বিরুদ্ধে দলের নির্দেশনা অমান্যের অভিযোগও আনা হয়।
এ ব্যাপারে ওয়ারেচ আলী খান জানান, এখনও বহিষ্কারের চিঠি পাননি। ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থানীয়ভাবে অনুষ্ঠিত হওয়ায় তিনি প্রার্থী হয়েছেন।
- বিষয় :
- বিএনপি
- ইউপি নির্বাচন
- বহিষ্কার
- বিএনপি নেতা
- বরিশাল
- ঝালকাঠি