ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৬ কেজি গানপাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৬ কেজি গানপাউডার উদ্ধার

বিজিবির উদ্ধার করা গানপাউডার— সমকাল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৮ | ১৩:২৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ | ১৩:৩৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালুপুর মাঠ থেকে এই বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেন বিজিবির একটি টহল দলের সদস্যরা।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি বিজিবি সদস্যরা।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, ৫৩ বিজিবির অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি টহল দল শুক্রবার সকালে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ১৪-১৫ বছরের এক কিশোর একটি ব্যাগ হাতে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছিল। বিজিবির টহল দলের সদস্যদের দেখতে পেয়ে ওই কিশোর সীমান্ত পিলার ১৩/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালুপুর মাঠ এলাকায় ব্যাগটি ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটিতে ৬ কেজি গানপাউডার পাওয়া যায়।

তিনি জানান, উদ্ধার গানপাউডারের মধ্যে ৩ কেজি সাদা এবং দেড় কেজি করে হলুদ ও কালো রংয়ের গানপাউডার রয়েছে। এগুলো শিবগঞ্জ থানায় জমা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×