ঢাকনাবিহীন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

সামিয়া
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ০০:৪৮ | আপডেট: ০৬ জুলাই ২০২৩ | ০০:৪৮
আলমডাঙ্গায় নির্মাণাধীন ঢাকনাবিহীন ড্রেনে পড়ে সামিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার কলেজপাড়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সামিয়া পৌর এলাকার কলেজপাড়ার ব্যবসায়ী রোকনুজ্জামানের মেয়ে।
সামিয়ার পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় সে কলেজপাড়া সড়কে তার বাবার দোকানের সামনে খেলছিল। এক সময় পৌরসভার নির্মাণাধীন ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে ড্রেনের পানিতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের বেশিরভাগ জায়গায় দীর্ঘদিন ঢাকনা (স্ল্যাব) দেওয়া হয়নি। আগেও ঢাকনাবিহীন এই ড্রেনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকেই নিচে পড়ে আহত হয়েছেন।
এ বিষয়ে ঠিকাদার মোজাহিদুর রহমান লোটাস জোয়াদ্দার জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে শতভাগ স্লাব দেওয়া সম্ভব হয়নি। তবু নির্মাণাধীন ড্রেনে শতভাগ স্লাব দেওয়ার চেস্টা করা হচ্ছে। ড্রেনে পড়ে আর যেন কোনো প্রাণহানি না ঘটে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু জানান, বিষয়টি কেউ তাকে জানায়নি। ঢাকনাবিহীন ড্রেনের বিষয়ে তিনি বলেন, ঠিকাদার সময়মতো কাজ করছে না। এজন্য অনেক স্থানে স্ল্যাব দেয়নি। এ নিয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।