ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

চুনারুঘাটে জামাতার ছুরিকাঘাতে প্রাণ গেল শ্বশুরের

চুনারুঘাটে জামাতার ছুরিকাঘাতে প্রাণ গেল শ্বশুরের

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ০১:২৩ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ০১:২৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জামাতার ছুরিকাঘাতে নুর আলম (৪৯)  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরে আলম ওই এলাকার প্রয়াত মুনছব উল্ল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৪ বছর আগে নুর আলমের মেয়ে লাইজু বেগমের সঙ্গে উত্তর কালিনগর এলাকার আবু মিয়ার ছেলে সেলিমের (৩০) বিয়ে হয়। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে সেলিমের  প্রায়ই কলহ হতো।

তারা জানায়, গত ২ জুলাই স্ত্রী লাইজুর সঙ্গে সেলিমের ঝগড়া হয়। ওইদিন একপর্যায়ে সেলিম তার স্ত্রীকে মারধর করেন বলে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেন লাইজু। এ ছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে লাইজুর বাবা নুর আলম মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে জামাতা সেলিমের অনুপস্থিতিতে তার পরিবারের লোকজনকে গালাগালি করেন ও ভয়ভীতি দেখান। বিষয়টি জানতে পেরে রোববার  সন্ধ্যার পর সেলিম শ্বশুর বাড়ি যান। সেখানে সেলিমের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে শ্বশুর নুর আলমের বুকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নুর আলমের মৃত্যু হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে রোববার রাতে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সেলিমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

/এসআর/

আরও পড়ুন

×