ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

অতীতের কোনো আন্দোলনে আ.লীগ ক্ষমতাচ্যুত হয়নি: আ জ ম নাছির

অতীতের কোনো আন্দোলনে আ.লীগ ক্ষমতাচ্যুত হয়নি: আ জ ম নাছির

মতবিনিময় সভায় বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন - সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৩:২৪ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৩:২৪

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বিএনপি বার বার আন্দোলনের ডাক দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। একাধিকবার তারা সরকার পতনের তারিখও নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু কখনো তাদের দুরভিসন্ধি সফল হয়নি, হবেও না। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কেননা আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম ও উত্থান হয়েছে। অতীতের কোনো আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়নি।’

রোববার রাতে লালখান বাজারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এড়াতে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।

আ জ ম নাছির বলেন, ‘গণতান্ত্রিক বিশ্বে নির্বাচন হচ্ছে সাংবিধানিক সংস্কৃতি। এই নির্বাচন কিভাবে হবে না হবে তার সিদ্ধান্ত নেবে দেশের সরকার, নির্বাচন কমিশন ও জনগণ। আজ যেসব ক্ষমতাধর দেশ বাংলাদেশের নির্বাচন ও অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাচ্ছে; সেসব দেশে নির্বাচন কিভাবে হয়, সংস্কৃতি কেমন, তা অবশ্যই তারা জানেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের এই নাক গলানোর বিষয়টি আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীল নকশার প্রতিফলন ছাড়া কিছু নয়।’ 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর সভাপতিতে এবং প্রচার ও দপ্তর উপ-কমিটির সমন্বয়ক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা ফয়সাল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের তারেক মাহমুদ পাপ্পু, রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএসএম বজলুর রশিদ মিন্টু প্রমুখ।

আরও পড়ুন

×